Header Ads Widget

ছোটভাইকে পিটিয়ে হত্যা, ভাই-ভাবি গ্রেফতার

ছোটভাইকে পিটিয়ে হত্যা, ভাই-ভাবি গ্রেফতার

সারাদেশ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাড়ির সীমানা পিলার নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার অটোচালক জানে আলমকে পিটিয়ে হত্যার ঘটনায় তার ভাই ও ভাবিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

রোববার দুপুরে ফটিকছড়ির ভূজপুর থানাধীন শান্তিরহাট ছোট বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- নিহতের বড়ভাই খোরশেদ আলম (৪৫) ও ভাবি খালেদা বেগম (৪০)। 

খোরশেদ আলম রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সিপাহীপাড়া এলাকার লাল মিয়া সওদাগর বাড়ির মৃত উকিল আহম্মদের ছেলে। 

র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত এসপি মো. মাহফুজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, জানে আলম ও খোরশেদ আলমের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলছিল। গত ৯ এপ্রিল বিকালে খোরশেদ আলম ও তার স্ত্রী সিপাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা বেগমের সঙ্গে জানে আলমের কথাকাটাকাটি হয়। 

একপর্যায়ে তারা জানে আলমকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে গত ১২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান জানে আলম। 

এ ঘটনায় ওই দিন নিহতের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, নিহত জানে আলম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিদেশে থাকার সময় বড়ভাই খোরশেদ আলমের কাছে টকা পাঠাতেন। দেশে ফিরে টাকা ফেরত চাইলে খোরশেদ আলম অপারগতা প্রকাশ করেন। এরপর বসতভিটার জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। 

© JUGANTOR.COM


from JUGANTOR https://www.jugantor.com/country-news/544987/ছোটভাইকে-পিটিয়ে-হত্যা-ভাইভাবি-গ্রেফতার
via IFTTT

Hot Widget