Header Ads Widget

মার্ক জাকারবার্গের ওপর আজীবনের নিষেধাজ্ঞা দিল রাশিয়া


মার্ক জাকারবার্গের ওপর আজীবনের নিষেধাজ্ঞা দিল রাশিয়া

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা ও অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পাল্টা জবাবে নতুন করে বেশ কয়েকজন আমেরিকান রাজনীতিবীদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

digital marketing salary

বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করে। 

নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের তালিকায় আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার ওপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে পুতিন প্রশাসন। 

নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 

তাছাড়া আছেন পেন্টাগনের কর্মকর্তারা। তাদের সবার ওপরই রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে তারা কখনো আর দেশটিতে প্রবেশ করতে পারবেন না। 

মার্ক জাকারবার্গ ও কমলা হ্যারিস ছাড়াও আরও ২৭ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। 

এদিকে এর আগে গত ২২ মার্চ রাশিয়ায় ফেসবুক বন্ধ করে দেয় দেশটির সরকার। 

ফেসবুকের সঙ্গে ওই সময় ইনস্টাগ্রামের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। 

ফেসবুককে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার একটি আদালত। 

ওই সময় খবর বের হয় প্রেসিডেন্ট পুতিন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ও রুশ সেনাবাহিনীর সদস্যদের মৃত্যু ও ধ্বংস কামনা করে দেওয়া পোস্টগুলোর ক্ষেত্রে ফেসবুক ছাড় দেয়। 

কিন্তু ফেসবুকের নীতিমালা অনুযায়ী কারো মৃত্যু কামনা করে মাধ্যমটিতে কোনো ধরনের পোস্ট দেওয়া যাবে না।

কিন্তু এ নীতি সাময়িক সময়ের জন্য শিথিল করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। এ বিষয়টি সামনে আসার পর রাশিয়া ফেসবুকের ওপর কঠোর পদক্ষেপ নেয়। 

সূত্র: আল জাজিরা

© JUGANTOR.COM


from JUGANTOR https://www.jugantor.com/international/543898/মার্ক-জাকারবার্গের-ওপর-আজীবনের-নিষেধাজ্ঞা-দিল-রাশিয়া
via IFTTT

Hot Widget